Saturday, 9 January 2016

শুভ রহমানের “কেন গেলে” ভালবাসা দিবসে

12506643_581659691992021_381218143_n

বিনোদন বার্তা ২৪ কম  ঃ ( নয়ন )

‘শুভ রহমানের’ নতুন গান “কেন গেলে “। গানটিতে সুর এবং সঙ্গীত পরিচালনার পাশাপাশি তিনি নিজেই কন্ঠ দিয়েছেন এবং গানটির কথা লিখেছেন এ প্রজন্মের তরুণ গীতিকার ‘গিয়াস সানি’,যার লিখা শ্রোতাপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘এফ এ সুমন’ এর “ওরে প্রিয়া” , “জনম ঋণী” সহ আরও বেশকিছু গান । তিনি তার এই গানটি নিয়ে অনেক আশাবাদি কারন তিনি তার নিজের গান এ এই প্রথম নিজেই সঙ্গীত পরিচালনা করেছেন বলে জানা গেছে । গানটি তিনি ভালবাসা দিবস উপলক্ষে রিলিজ করবেন বলে জানা গেছে । গানটির মিউজিক ভিডিও নিয়েও তিনি আলাদা কিছু ভাবছেন কিন্তু অন্য সব কাজ নিয়ে ব্যস্ত থাকার কারনে মিউজিক ভিডিওটি ভালবাসা দিবস এ না আসলেও পরে আসবে বলে জানিয়েছেন ।

No comments:

Post a Comment