Tuesday, 12 January 2016

রফিক সিকদার পরিচালিত ‘ভোলা তো যায়না তারে’ ছবিটি আগামী ২৯ জানুয়ারি প্রেক্ষাগৃহে আসছে

রফিক সিকদার পরিচালিত ‘ভোলা তো যায়না তারে’ ছবিটি আগামী ২৯ জানুয়ারি প্রেক্ষাগৃহে আসছে। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নবাগত নায়িকা তানহা তাসনিয়া। এতে তানহার বিপরীতে রয়েছেন নিরব। ছবির গল্পে দেখা যাবে, রুদ্রের সঙ্গে নীলাঞ্জনার প্রেম। কিন্তু ধর্মে রুদ্র মুসলিম আর নীলাঞ্জনা হিন্দু। তাদের প্রেম মেনে নেয় না গ্রামের মানুষ। বিয়ে হয়ে যায় নীলাঞ্জনার। এতে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে রুদ্র। তানহা বললেন, ‘এর আগে ছবির প্রিমিয়ার হয় এফডিসির জহির রায়হান কালার ল্যাবে। ছবিটি দেখে উপস্থিত সাংবাদিক’সহ আমন্ত্রিত অতিথিরা প্রশংসা করেছেন। আশা করছি প্রেক্ষাগৃহেও দর্শকরা ছবিটি ভালোভাবে গ্রহণ করবেন’। এছাড়াও তানহার ‘ধূমকেতু’ শিরোনামে একটি ছবি মুক্তি অপেক্ষায় রয়েছে। হাতে রয়েছে ‘জানবাজ’ নামে আরও একটি ছবি।

No comments:

Post a Comment