Saturday, 9 January 2016

রিজভী’র “বেশি ভালোবাসি বলে” ভিডিও প্রকাশ

 

12511715_960867720664837_287542766_n

বিনোদন বার্তা ২৪ (নয়ন )

প্রতিভাবান তরুণ কণ্ঠশিল্পী এম এইচ রিজভী’র “বেশি ভালোবাসি বলে” শিরোনামের গানটির মিউজিক ভিডিও গত ৭ই জানুয়ারী ইউটিউব সহ বেশ কিছু টেলিভিশন চ্যানেল এ প্রকাশ পায়। প্রথম দিন থেকেই মিউজিক ভিডিওটি বেশ আলোচনায় চলে আসে। গানটির কথা ও সুর দিয়েছেন ফাজবীর তাজ তন্ময়। শঙ্গিতায়োজন করেছেন আলোচিত সঙ্গীত পরিচালক সজীব দাস। গানটি চিত্রায়িত হয়েছে নেত্রকোনার বিভিন্ন লোকেশনে। গানটিতে মডেল হিসেবে অভিনয় করেছেন ফারিন এবং শিল্পী নিজে। ভিডিও পরিচালনা করেছেন মাকসুদুল হক ইমু। নির্মাণ করেছে ক্রিয়েটিভ মাল্টিমিডিয়া। এ প্রসঙ্গে এম এইচ রিজভী বলেন- ‘এটি আমার তৃতীয় মিউজিক ভিডিও। এত অল্প দিনে দর্শক শ্রোতা আমাকে এতটা ভালোবাসা দিবে আমি চিন্তাও করিনি। আমি আমার সেরা গায়কী দেয়ার চেষ্টা করেছি এই গানে। গানটির কথা, সুর এবং সঙ্গীত ছিল এক কথায় অসাধারন। এ কারনেই গানটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। আগামীতে আরও ভালো কিছু গান উপহার দিতে চাই। সঙ্গীত সাধনা করেই কাটাতে চাই জীবনের প্রতিটা মুহূর্ত।’

গানটি শুনতে নিচের লিংকে ক্লিক করুণ

No comments:

Post a Comment