গত ১৮ ডিসেম্বর মুক্তি পেয়েছে রোহিত শেঠি পরিচালিত ‘দিলওয়ালে’ ছবি। এই ছবির প্রথম ট্রেলার মুক্তির পরই বাজিমাত করেছিল। কারণ পাঁচ বছর পর জুটি বেঁধেছেন ছবির সবচেয়ে বড় চমক শাহরুখ খান আর কাজল। অসাধারণ ট্রেলারে মুগ্ধ করেছিল সবাইকে। আর ছবি মুক্তির পর তো কথাই নেই। তিন দিনেই একশো কোটির ঘরে ঢুকেছিল এই ছবি। সম্প্রতি ছবির প্রদর্শনী তৃতীয় সপ্তাহ পার করল। আর তৃতীয় সপ্তাহ পর বিশ্ব জুড়ে দিলওয়ালে’র আয় হচ্ছে ৩৩৫ কোটি টাকা। একসঙ্গে মুক্তি পাওয়া বাজিরাও মাস্তানি’র আয় ৩০১ কোটি টাকা। এখনও শাহরুখ-কাজল জুটির পিছনে রয়েছে রণবীর-দীপিকা জুটি। ছবিটি শুধু বক্স অফিস থেকেই আয় করেছে ২৯১.৩৮ কোটি টাকা। এর মধ্যে ভারত থেকে আয় ১৪১.৫৮ কোটি টাকা। গাল্ফ থেকে ৭.৫ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে ছবিটি। এখনও পর্যন্ত “দিলওয়ালে” গাল্ফে দ্বিতীয় বলিউড ছবি যা এত টাকা আয় করেছে। মালয়েশিয়ায় ছবিটি এক মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে। এর আগে মালয়েশিয়ায় আর কোনও বলিউড ছবি এত টাকা আয় করেনি। অ্যামেরিকা থেকে ছবির কালেকশন ৪.৮ মিলিয়ন মার্কিন ডলার। ব্রিটেন থেকে ছবিটি ঘরে তুলেছে ২.১৭ পাউন্ড।
No comments:
Post a Comment