Wednesday, 6 January 2016

নায়িকারাই নায়ক

নারীকেন্দ্রিক চলচ্চিত্র ধীরে ধীরে বলিউড বক্স-অফিসে আলাদা জায়গা করে নিচ্ছে। কাঙ্গানা রানাওয়াতের ‘তানু ওয়েডস মানু রিটার্নস’ এবং দিপিকা পাড়ুকোনের ‘পিকু’র সাফল্যই এর প্রমাণ। সে ধারাবাহিকতা বজায় রেখে এ বছরও আসছে এমন কয়েকটি সিনেমা, যেখানে নায়িকারাই বসবেন নায়কের আসনে।

২০১৫ সালে বক্সঅফিস মাতানোর পর ভিশাল ভারাদওয়াজের ‘রাঙ্গুন’ এর শুটিংয়ে ব্যস্ত আছেন কাঙ্গানা। এছাড়াও তাকে দেখা যাবে হানসাল মেহতার ‘সিমরান’ এবং রানি লক্ষ্মীবাইয়ের জীবনীনির্ভর একটি সিনেমায়।

ওদিকে সোনাম কাপুর নিয়ে আসছেন ড্রামাথ্রিলার ‘নিরজা’ নিরজা ভানোতের জীবনীনির্ভর সিনেমায় তাকে দেখা যাবে ২৩ বছর বয়সী প্যান অ্যামের এই বিমানবালার ভূমিকায় যিনি নিজের জীবন দিয়ে জঙ্গিদের হাত থেকে রক্ষা করেন যাত্রীদের।

সোনাকশি সিনহাকে দেখা যাবে ‘আকিরা’ এবং ‘হাসিনা’ তে। সোনার ভাষ্যে, “এবার আমার নতুন বছরের প্রতিজ্ঞা হলো আমি খুব কঠিন চরিত্রে অভিনয় করবো। আমি এখনো সেটা মেনে চলছি”।

প্রিয়াঙ্কা চোপড়াও প্রকাশ ঝার ‘জয় গঙ্গাজল’ সিনেমার মাধ্যমে দেখা দেবেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়ানো এক পুলিশ কর্মকর্তার চরিত্রে। ঐশ্বরিয়া রাই বচ্চনকে দেখা যাবে উমাং কুমারের পরিচালনায় । পাকিস্তানের কারাগারে অন্য কারাবন্দিদের হাতে নিহত ভারতীয় নাগরিক সারাবজিৎ সিং-এর জীবনীনির্ভর এ সিনেমায় সারাবজিৎ-এর বোনের চরিত্রে অভিনয় করবেন ঐশ্বরিয়া।

বিশ্লেষকদের ধারণা, ইতোমধ্যেই তৈরি হওয়া নারীকেন্দ্রিক সিনেমার বাজার এ বছর আরো সরগরম হয়ে উঠবে।

পরিবেশক আকশায় রাঠি হিন্দুস্তান টাইমসকে বলেন. “আমরা সবসময় দেখেছি ‘মাদার ইন্ডিয়া’ এবং ‘সীতা অউর গীতা’র মতো সিনেমাগুলো বক্স-অফিসে বেশ ভালো করেছে, তাই এটা শুধু একটি ভ্রান্ত ধারণা যে নারীকেন্দ্রিক সিনেমাগুলো ভালো করে না। যদি একটি সিনেমা বিনোদন দিতে পারে তাহলে লিঙ্গবৈষম্য এই ক্ষেত্রে কাজ করবে না।”

No comments:

Post a Comment