ঈদে সারাদেশে মুক্তি পাচ্ছে জাজ মাল্টিমিডিয়ার ছবি ‘বাদশা’। ছবিটির
প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা জিৎ ও বাংলাদেশি
অভিনেত্রী নুসরাত ফারিয়া। ছবিটির প্রচারণায় অংশ নিতে গতকাল বাংলাদেশে
এসেছেন জিৎ। গত সন্ধ্যায় মুখোমুখি হয়েছিলেন সাংবাদিকদের। জিৎ বলেন,
সৌভাগ্যবশত ছবিটির প্রথম লটের শুটিং করেছিলাম বাংলাদেশে।
শুটিং করে একটা অদ্ভুত ভালোলাগা নিয়ে কলকাতায় ফিরে গিয়েছিলাম। তিনি বলেন, আমি বলেছিলাম ঈদের সময় চলে আসবো, চলে এসেছি। এসকে মুভিজ আমার কাছে প্রস্তাবটা নিয়ে আসে জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথ প্রচেষ্টায় একটা সিনেমা করবে সেদিন থেকেই আমি এক্সাইটেড ছিলাম। যেকোনও নতুন জিনিস যখন জীবনে ঘটে আমি এটা চাইছি না যে কখনো ঘটেনি।
শাকিবের কাজ আমারও ভালো লাগে। কাজ যতটুকু দেখেছি সুপার স্টারের মধ্যে যতটুকু কোয়ালিটি থাকা উচিত তার সবটাই আছে ওর মধ্যে। শাকিবকে আমার প্রতিদ্বন্দ্বী ভাবার প্রশ্ন নেই, শুধু যে দেশ আলাদা এজন্য না, প্রত্যেকের নিজের একটা জায়গা থাকে। শাকিবের নিজের জায়গায় সে সেরা। এই ছবিতে একটা গান রয়েছে, ঈদের গান।এটা গল্পের মধ্যে আনা হয়েছে। খুব এনজয় করে শুট করেছিলাম। গানে এমন একটা ফিলিংস রয়েছে যেটার কারনে মনে হচ্ছে ঈদ এসে গেছে।
শুটিং করে একটা অদ্ভুত ভালোলাগা নিয়ে কলকাতায় ফিরে গিয়েছিলাম। তিনি বলেন, আমি বলেছিলাম ঈদের সময় চলে আসবো, চলে এসেছি। এসকে মুভিজ আমার কাছে প্রস্তাবটা নিয়ে আসে জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথ প্রচেষ্টায় একটা সিনেমা করবে সেদিন থেকেই আমি এক্সাইটেড ছিলাম। যেকোনও নতুন জিনিস যখন জীবনে ঘটে আমি এটা চাইছি না যে কখনো ঘটেনি।
শাকিবের কাজ আমারও ভালো লাগে। কাজ যতটুকু দেখেছি সুপার স্টারের মধ্যে যতটুকু কোয়ালিটি থাকা উচিত তার সবটাই আছে ওর মধ্যে। শাকিবকে আমার প্রতিদ্বন্দ্বী ভাবার প্রশ্ন নেই, শুধু যে দেশ আলাদা এজন্য না, প্রত্যেকের নিজের একটা জায়গা থাকে। শাকিবের নিজের জায়গায় সে সেরা। এই ছবিতে একটা গান রয়েছে, ঈদের গান।এটা গল্পের মধ্যে আনা হয়েছে। খুব এনজয় করে শুট করেছিলাম। গানে এমন একটা ফিলিংস রয়েছে যেটার কারনে মনে হচ্ছে ঈদ এসে গেছে।
No comments:
Post a Comment