Sunday, 13 March 2016

বাংলা গানে যোগ হচ্ছে “গোলকধাঁধা”

বাংলা গানে যোগ হচ্ছে “গোলকধাঁধা”

IMG_0762 bino

বাংলা গানে যোগহচ্ছে “গো্লকধাঁধা”। জানালেন দলটির সদস্য মনাসেন।
“গোলকধাঁধা” একটি বাংলাদেশী গানের দল। বাংলাগানকে নতুন প্রজন্মের কাছে
সময়োপযোগী করে উপস্থাপনের মাধ্যমে প্রচলিতধারা কে নতুন প্রজন্মের কাছে
আরো জনপ্রিয় করে তোলাই দলটির মুল উদ্দেশ্য।

শীঘ্রই মুক্তিপাচ্ছে দলটির প্রথম গানের এ্লব্যাম দলের নাম ”গোলকধাঁধা”
শিরোনামেই। থাকছে মোট ৭টি গান, গান গুলির কবিতা ও সুর করেছে ব্যান্ডের
সদসরাই, থাকছে রবীন্দ্রনাথ ঠাকুর ও রুদ্রমুহম্মদ শহিদুল্লাহ’র
গানও।ব্যান্ডের সব গানই সময়োপযোগী ও বিষয়ভিত্তিক, রয়েছে মাদকবিরোধী
বিষয়ের উপরও একটি গান। সময় ও প্রযুক্তির কথা বিবেচনা করে এলব্যামটি
মুক্তি পাবে অনলাইনে।

দলের লাইনআপে রয়েছে, ভোকাল ও গিটারিষ্ট: মনা সেন, ভোকাল: অদিতি,
বেসগিটারিষ্ট: রাসেল রহমান, কী-বোর্ডে: অর্কো ও ড্রামসে: সাগর।

No comments:

Post a Comment