দেবী লাল সিংয়ের বাসনা ছিল একটাই- তাঁর বোরিং জীবনটায় একটা ‘কিক’ আসুক! একটা কিছু উত্তেজনাময় করে তুলুক তাঁর একঘেয়ে সাদামাটা জীবনটাকে!
যা দেখা যাচ্ছে, সেই বাসনা তাঁর আর ফুরাতে চাইছেই না! তাই পরিচালক সাজিদ নাদিয়াওয়ালাও আবার বসে পড়েছেন ল্যাপটপ খুলে। সঙ্গে চলছে নিরন্তর মাথা ঘামানো! ‘কিক ২’-এর চিত্রনাট্যটা লিখে ফেলতে হবে যে! সে কাজ শেষ না হলে তো আর শুটিংও শুরু করা যাবে না!
”এখনও পর্যন্ত চিত্রনাট্যটা নিয়েই ব্যস্ত রয়েছি আমরা। ওটা লেখালিখির কাজ চলছে। ইচ্ছে আছে, পরের বছর থেকে শুটিং শুরু করার”, জানাচ্ছেন সাজিদ নাদিয়াওয়ালা।
পরের বছর? তখন যদি শুটিং শুরু হয়, তবে ছবি মুক্তি পেতে পেতে তো আরও একটা বছর গড়িয়ে যেতে পারে! ‘কিক ২’-এর জন্য এতটা সময় ধরে অপেক্ষা করার চেয়ে কঠিন কাজ আর কী হতে পারে সলমন-ভক্তদের জন্য?
”আসলে, এই মুহূর্তে খুব কাজের চাপ যাচ্ছে। তবে চিন্তা করবেন না, সে সবের মধ্যেই চিত্রনাট্যের কাজ এগোচ্ছে”, সলমন-ভক্তদের জন্য সাজিদের আশ্বাস-বাণী!
স্বাভাবিক! এখন পর পর মুক্তির অপেক্ষায় রয়েছে সাজিদ নাদিয়াওয়ালা প্রযোজিত অনেকগুলো ছবি। শ্রদ্ধা কাপুর আর টাইগার শ্রফের ‘বাগী’, বরুণ ধাওয়ান আর জন আব্রাহামের ‘ঢিশুম’, শাহিদ কাপুর আর কঙ্গনা রানাউতের ‘রেঙ্গুন’- তালিকা নেহাত কম নয়! তা ছাড়া সাজিদ নাদিয়াওয়ালার বিখ্যাত ছবি ‘হাউজফুল’-এর তৃতীয় পর্বটা তো আছেই!
সে সব চাপ কমিয়ে একটু হালকা হলেই তরতরিয়ে এগোবে ‘কিক ২’-এর কাজ। তার সঙ্গে ঠিক করা হবে, এবারে ছবিতে কোন নায়িকা থাকবেন সলমন খানের বিপরীতে। জ্যাকেলিন ফার্নান্ডেজ যে থাকবেন না- সেটা ঠিক করা হয়ে গিয়েছে।
তাহলে কে হতে পারেন দেবী লাল সিংয়ের দ্বিতীয় দফার প্রেমিকা?
অ্যামি জ্যাকসন, কৃতী সানন বা সোনাক্ষী সিনহা! কে- সেটা ঠিক হয়নি এখনও! হয়ে গেলে সে খবরও পেয়ে যাবন ঠিক সময় মতো!
No comments:
Post a Comment