Tuesday, 15 March 2016

আহা কী দেখিলাম!

image
আহা কী দেখিলাম!
আমি, আপনি নই। এ কথা বলছে গোটা বলিউড। কিন্তু সাবজেক্টটা কী? যা দেখে এই এক্সপ্রেশন দিচ্ছে বি-টাউন?
সেটা হল সলমন খানের ‘রেড হট শর্টস’।
সেকি! প্রকাশ্যে শর্টস পড়ে ঘুরে বেড়াচ্ছেন কেন সল্লু মিয়া?
আহা! শুটিং চলছে যে। ‘সুলতান’-এর শুটিংয়ে লাল শর্টস পরে দেখা গেল ভাইজানকে। সেই ছবিই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল!
এই ছবিতে একজন কুস্তিগীরের ভূমিকায় অভিনয় করছেন সলমন খান। এর আগে ট্রেনিংয়েও শর্টস পরে তাঁর ছবি দেখেছিলেন অনুরাগীরা। কিন্তু এই ছবিতে নাকি আগের থেকে অনেক বেশি ‘সেক্সি লুক’ রয়েছে নায়কের। তেমনটাই মত বলিউডের একাংশের।

No comments:

Post a Comment