বাংলাদেশে পপ সংগীতের পুরোধা উচ্চারণ ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম এবং স্বনামধন্য সংগীত পরিচালক আলাউদ্দীন আল আসাদ নিলু আর নেই। আজ সকালে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। (ইন্না লিল্লাহি…রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে ভুগছিলেন। মাস খানেক আগেই সিঙ্গাপুর তার ব্রেনের একটি অপারেশনও হয়েছিল। এরপর দেশে এসে স্কয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। তার মৃত্যুতে দেশীয় সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সবার প্রিয় ‘নিলু ভাই’ হিসেবে তিনি সংগীতাঙ্গনে সবচেয়ে বেশি পরিচিত ছিলেন। পপ সম্রাট আযম খানের গাওয়া অনেক জনপ্রিয় গানের সংগীত পরিচালক ছিলেন আলাউদ্দীন আল আসাদ নিলু। আযম খানের গাওয়া ‘আসি আসি বলে তুমি আর এলে না, ‘আলাল ও দুলাল’, ‘ওরে সালেকা ওরে মালেকা’সহ আরও অনেক জনপ্রিয় গানের সংগীত পরিচালনা করেছেন তিনি।
No comments:
Post a Comment