ক্রিকেট নিয়ে যেকোনো বিশেষণেই তাকে বিশেষায়িত করলে ছোট করা হবে। এমনটাই ভাবা হয় লিটল মাস্টার শচীনকে নিয়ে। ভারতের সফল এ ব্যাটসম্যান নাকি এবার নায়কের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। বলিউডে বাতাসে এখন এই খবরই উড়ে বেড়াচ্ছে। ব্যাট হাতে দুনিয়ার সব বড় বড় বোলারদের শাসন করা শচীন কি তাহলে বলিউডেও শাসন করতে আসছেন। এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বি-টাউনে। শচীনের জীবনী নিয়ে সিনেমার কাজও চলছে। আর এই খবর দিয়েছেন শচীন টেন্ডুলকার নিজেই। শচীনকে নিয়ে বায়োপিকের প্রযোজনা করছে মুম্বাইয়ের সংস্থা ‘২০০ নট আউট’। বিজ্ঞাপনী ছবি থেকে শুরু স্বল্পদৈর্ঘ্যের ছবিতে হাত পাকালেও ‘২০০ নট আউট’ এবার বেশ বড়সড় প্রজেক্টে হাত দিয়েছে। শচীনের বায়োপিকে তার নানা গুরুত্বপূর্ণ ক্রিকেটীয় মুহূর্ত থাকছে। ফিল্মের পরিচালনায় থাকছেন লন্ডন নিবাসী রাইটার-ডিরেক্টর জেমস আরস্কাইন। অবসরের পর শচীন নানা কাজে ব্যস্ত থাকলেও মাঝে-মধ্যে সময় দিয়েছেন ফিল্মের শুটিংয়ের কাজে। তবে সিনেমার নাম এখনও ঠিক হয়নি। গত বছর শচীন নিজেই এ ব্যাপারে তার ফ্যানদের সাহায্য চেয়েছিলেন। বায়োপিকের জন্য একটা যুতসই নাম বেছে দিতে তাদের কাছে আর্জিও জানিয়েছিলেন ক্রিকেটের ঈশ্বর। এ বিষয়ে শচীন জানান, তিনি নিজেই রুপালি পর্দায় আসতে চলেছেন। ছবির কাজ গত বছর থেকে শুরু হয়েছে। এদিকে ক্রিকেট নিয়ে সিনেমা তৈরির সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। ভারতের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির জীবনী নিয়ে সিনেমার কাজ শুরু হবে। এজন্য নায়ক নায়িকাও ঠিক করা হয়েছে। এ তালিকায় রয়েছেন ভারতের সাবেক ব্যাটসম্যান মুহাম্মদ
No comments:
Post a Comment