Tuesday, 12 January 2016

মডেল-অভিনেত্রী নওশীনের ‘দুদু মিয়া’ নামে একটি ছবি আগামী এপ্রিলে মুক্তি পেতে যাচ্ছে।

মডেল-অভিনেত্রী নওশীনের ‘দুদু মিয়া’ নামে একটি ছবি আগামী এপ্রিলে মুক্তি পেতে যাচ্ছে। এ ছবির মাধ্যমেই তার রুপালি পর্দায় অভিষেক ঘটছে। ডায়েল রহমান পরিচালিত এ ছবিটির কাজ গত মাসে সম্পন্ন হয়েছে। এতে নওশীনের বিপরীতে আমিন খান অভিনয় করেছেন। এ ছবিটি নিয়ে অনেকটা অস্বস্তিতে ছিলেন নওশীন। কারণ ২০১২ সালের ডিসেম্বরে এর কাজ শুরু হয়েছিল। কিন্তু এর কাজ অর্ধেক শেষ হতে না হতেই কয়েকবার বন্ধ হয়েছিল। মাঝে একেবারেই ছবিটির কাজ আটকে যায়। ফরায়েজী আন্দোলনের নেতা হাজী শরিয়ত উল্লাহ্র ছেলে দুদু মিয়ার ভারতবর্ষে ইংরেজ শাসনের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের কাহিনী নিয়ে এ ছবিটি নির্মিত হয়েছে। নওশীন জানান, এটি একটি ঐতিহাসিক প্রেক্ষাপটের ছবি। এ ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার সময় তার নিজের মধ্যে ভীষণ ভালোলাগা কাজ করেছিল। মাঝে ছবিটির কাজ বন্ধ হয়ে যাওয়ায় এর আশা ছেড়েই দিয়েছিলেন। শেষপর্যন্ত এর কাজ সম্পন্ন করতে পারায় তার ভালো লাগছে। কারণ ছবিটি নিয়ে তিনি অনেক আশাবাদী। নওশীন আশা করছেন, ছবিটি দর্শক মুগ্ধ করবে। এছাড়াও নওশীনের হাতে বর্তমানে চারটি ছবি রয়েছে। রকিবুল আলম রকিবের ‘মনপাখি’, শফিকুল ইসলাম ভৈরবীর ‘সুঁয়াচান পাখি’, শঙ্খ দাশগুপ্তের ‘হ্যালো অমিত’ ও ইয়াসির আরাফাত জুয়েলের ‘মুখোশ মানুষ-দ্য ফেক’। ইতোমধ্যে ‘হ্যালো অমিত’ ও ‘মুখোশ মানুষ-দ্য ফেক’ ছবি দুটি কাজ সম্পন্ন হয়েছে।

No comments:

Post a Comment