বিশিষ্ট সংগীত পরিচালক সেলিম আশরাফ হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে রাজধানীর বনশ্রীর ফরায়যী হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন। দুপুর ১২ টার দিকে হৃদরোগে আক্রান্ত হলে তাকে এ হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তাকে ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন তার স্ত্রী ও জনপ্রিয় সংগীতশিল্পী আলম আরা মিনু। তিনি ফেসবুকের স্ট্যাটাসের মাধ্যমে আরও জানান, দুপুরের দিকে একটি বড় রকমের হার্ট অ্যাটাক হয় সেলিম আশরাফের। এরপরই তাকে ফরায়যী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে রাখেন। তাকে ইউনাইটেড হাসপাতালে দ্রুত স্থানান্তরের চেষ্টা করছি আমরা। সবাই তার জন্য দোয়া করবেন প্লীজ।
No comments:
Post a Comment